শুক্রবার , ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

প্রার্থী কোন দলের তা বিবেচ্য বিষয় নয় -সিইসি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ জুন, ২০২১

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে প্রার্থী কোন দলের, বর্ণের বা ধর্মের তা বিবেচ্য বিষয় নয়। আমাদের কাজ হচ্ছে সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।

তিনি আরও বলেন, এ নির্বাচন এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তা পিছিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার। এখন বর্ষা মৌসুম শুরুর পাশাপাশি করোনার মধ্যেই আমাদের পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে হচ্ছে।

শনিবার বেলা ১১টায় বরিশাল নগরীর সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনের সভাকক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত আইন শৃক্সখলা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এর আগেও বরিশাল বিভাগের কর্মকর্তারা নির্বাচন সম্পন্নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন। এবারও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আশা করছি। এজন্য আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়ে সিইসি বলেন, নির্বাচনে যেন বিধিবর্হিভূত কোন কাজ না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
আইন শৃক্সখলা বাহিনীর সহযোগিতা ছাড়া কোনভাবেই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবেনা। নির্বাচনে যেন কোন ধরনের পক্ষপাতিত্ব কাজ না হয়। সিইসি সেদিকে সবাইকে সজাগ থাকার পাশাপাশি কঠোরভাবে দায়িত্ব পালনের আহবান করেন। একইসাথে নির্বাচনে আচরণবিধি লক্সঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়।

সিইসি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বিভিন্ন এলাকায় নির্বাচন স্থগিত করা হলেও বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রামন কম, সেরকম ২০৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। এরমধ্যে বরিশাল বিভাগের ৩৩টি উপজেলার ১৭৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা ব্যতিত নয়টি উপজেলায় ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল হাসান বাদল, মহানগর পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন প্রমুখ। সবশেষে প্রধান নির্বাচন কমিশনার আইন শৃক্সখলা ও নির্বাহী বিভাগের কর্মকর্তাদের সাথে এক রুদ্ধতার বৈঠক করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।