গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপানুষ্ঠানিক ক শিক্ষা ব্যুরোর তত্বাবধানে “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” কর্মসূচিটি ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়িত ও প্রকল্প কার্যক্রম মাঠ পর্যায়ে সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এর সভাপতিত্বে ১০ই জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোহাম্মদ আলী নেওয়াজ, নির্মল কুমার মজুমদার সিনিয়র কো-অর্ডিনেটর, প্রোগ্রাম কো-অর্ডিনের্টর ইএসডিও প্রোমোর্ট প্রকল্পের মাহাবুবুল হক, আউট-অফ-স্কুল চিলড্রেন প্রোগ্রাম জেলা ম্যানেজার রফিকুল ইসলাম, অধ্যক্ষ সৈয়দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প। হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম সুজা, সাধারণ সম্পাদক এমএ রসিদ প্রমুখ।
#চলনবিলের আলো / আপন