শুক্রবার , ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ার দক্ষিণ নাজিরপুর স্কুলের সভাপতি হলো শাওন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ জুন, ২০২১

বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন পৌর শহরের ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। ৯ জুন বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক এ কমিটির অনুমোদন দেন। এর আগে ১ জুন ফয়েজ আহম্মেদ শাওন বিনা প্রতিদ্বন্ধিতায় স্কুলের সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যরা হলেন পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন,সহ-সভাপতি হাবিবুর রহমান,পদাধিকার বলে সদস্য ২ নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য সাইফুর রহমান রাসেল, শিক্ষানুরাগী সদস্য এসএম রফিকুল ইসলাম ও শারমিন সুলতানা পুতুল,সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মোসাম্মৎ মাসুদা ,অভিভাবক সদস্য রেহেনা আক্তার ও শারমিন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি এবং বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের ভাতিজা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরও সদস্য। এদিকে সাংবাদিক ফয়েজ আহম্মেদ শাওন ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বানারীপাড়া প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।