অভয়নগরের নওয়াপাড়া পৌর ৪নং ওয়ার্ড বাসির উদ্দ্যেগে করোনা কালিন মানবিক কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (৯জুন) সকালে সরদারপাড়া হযরত আয়শা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানা অফিস রুমে নওয়াপাড়া প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার, আব্দুস সালাম শেখ, জিয়াউদ্দীন পলাশ, মুফতি মা: সারোয়ার হোসেন, মাও: মাহাবুব আলম, মাও:মোস্তফা কামাল, বিএম আমজাদ আলী, নূর ইসলাম মহলদার, সৈয়দ রিপন, নূর ইসলাম, আলম ফারাজী, আব্দুল মজিদ শেখ, ডা: কামরুজ্জামান লিটু। আলোচনা সভা শেষে নজরুল ইসলাম মল্লিক আহবায়ক ও আলহাজ্ব ফজলুর রহমান শেখ কে যুগ্ম-আহবায়ক করে করোনা কালিন মানবিক কমিটি গঠন করা হয়। এছাড়া ৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি সদস্যরা হলেন, মুফতি মাও: সরোয়ার হোসেন, রেজাউল ইসলাম বিশ্বাস, মোহাম্মদ আলী, রবিণ অধিকারী ব্যাচা, হাফেজ সাইফুল ইসলাম। কমিটির সদস্যরা হলেন, আলহাজ্ব আব্দুল মালেক, আব্দুস সালাম, আজিম শেখ, জিয়াউদ্দীন পলাশ, নূর ইসলাম মহলদার, নূর ইসলাম ভূঁইয়া, আলমগীর হোসেন মিনা, নুরে আলম পাটোয়ারী, শামছুর রহমান মিঠু, সৈয়দ রিপন, নূর ইসলাম হাওলাদার, সিরাজুল ইসলাম, ফারুখ হোসেন মোল্ল্যা, আ: মজিদ, ইমরান, লুৎফর রহমান, নূর ইসলাম (সাথী), শিরিনা বেগম, নূর ইসলাম, কামরুজ্জামান লিটু, আলম ফারাজী, মেহেদী হাসান বাবু। কমিটি গঠন শেষে বে সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয় প্রতি দিন ৪নং ওয়ার্ড বাসি কে স্বাস্থ্য বিধি মেনে চলাচল মনিটরিং করা, করোনা আক্রান্ত পরিবারকে নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা, জরুরী প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা, করোনা আক্রান্ত পরিবারকে সামাজিক ভাবে কোন প্রকার অসহযোগিতা না করে বরং তাদেও পাশে থেকে সকল প্রকার চিকিৎষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলে এক মত প্রকাশ করেন।
#চলনবিলের আলো / আপন