পাবনার চাটমোহওে ৯ জুন বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলার চড়ইকোল উচ্চ বিদ্যালয় চত্বরে ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিও’র উদ্যোগে এ এল আর ডি’র সহযোগিতায বিশ্ব পরিবেশ দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে এলডিও’র নির্বাহী পরিচালক মোঃ নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা কৃষি অফিসার এ.এ. মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক মোঃ হেলালুর রহমান জুয়েল, চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তালাপাত্র, উপ সহকারী কৃষি অফিসার মোঃ ইসরাইল আলম, চাটমোহর অনলাইন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম ও আরিফুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ১০০ জন নারী- পুরুষের মধ্যে ৩ টি করে আম, পিয়ারা, ও লেবুর গাছ বিতরন করা হয়।
বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
চাটমোহরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও গাছের চারা বিতরন
প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ জুন, ২০২১