রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় পায়ে শেকল বাধা অবস্থায় উদ্ধার ২, আটক ১

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ জুন, ২০২১

জনৈক মহিলা (৩৫) ও ভাঙ্গুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মসজিদপাড়া গ্রামের শহীদুল প্রামাণিকের ছেলে মোঃ শাহ আলম (৪০) কে পায়ে শেকল বাধা অবস্থায় উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। ঘটনাটি পাবনার ভাঙ্গুড়ার উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বড় বিশাকোল গ্রামে সোমবার (৭জুন) সন্ধ্যা ১০ দিকে। এসময় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, জনৈক মহিলা ও শাহ আলম এর মধ্যে দীর্ঘদিন হতে ধর্ম ভাই-বোনের সম্পর্ক রয়েছে। মোঃ শাহ আলম তার ধর্ম বোন এর বাসায় মাঝে মধ্যে যাতায়াত করে। জনৈক মহিলার স্বামীর সাথে তার প্রতিবেশী মৃত আজিদ সরদারের ছেলে মোঃ নওশাদ সরদার (৩২) এর মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। এমতাবস্থায় গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে শাহ আলম তার ধর্ম বোনের বাড়িতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে নওশাদ সরদার ও তার ভাই সহ বেশ কয়েক জন শাহ আলম ও জনৈক মহিলার মধ্যে অবৈধ সম্পর্ক আছে দাবী করে করে রাত ৯ টার দিকে তাদের দুজনকে টেনে হেচড়ে বড়বিশাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পায়ে শিকল বেঁধে রেখে মারধর করে আটকিয়ে রাখে।

এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়নের বিট অফিসার এসআই সোহেল রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওসি স্যারের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সকালে শাহ আলম বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ১৫ জনকে আসামী করে এজাহার দায়ের করেন। থানায় এজাহার দায়ের করলে (ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/ ৩২৩/ ৩৪২/ ৩৫৪/৩৮০/৪২৭/৫০৬/১০৯ পেনাল কোড-১৮৬০) আসামী নওশাদ কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন, মঙ্গলবার এজাহার নামীয় আসামী নওশাদ কে গ্রেফতার করে পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।