ছবির মত দেশ
দেখতে লাগে বেশ,
সবুজ শ্যামল গাছ গাছালী
ভরে তুলে মন,
সেই দেশেরি নাম বাংলাদেশ ।
সেই দেশে
মাঠে মাঠে গরু চরে,
ভাটিযালি গান ধরে,
সেই আমাদের
প্রিয় জরন্মভূমি বাংলাদেশ।
সেই দেশে পাখি উড়ে যাই,
দেখে মন যুড়াই
সে আমার বাংলাদেশ।
#চলনবিলের আলো / আপন