বুধবার , ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জের পাসপাের্ট অফিস থেকে দালাল চক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ জুন, ২০২১

সিরাজগঞ্জে পুলিশ কিলারেন্স, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও পুলিশ ভেরিফিকেশনের নামে সাধারণ মানুষের নিকট হতে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (৭ জুন) দুপুর২ ঘটিকার সময় গােপন সংবাদের ভিত্তিতে জেলা বিশেষ শাখা ও জেলা গােয়েন্দা শাখা শহরের বিভিন্ন স্থানে যৌথভাবে অভিযান পরিচালনা করে ১। মােঃ মােক্তার রহমান & সুমন (৩২), পিতা-মােঃ ইজ্জত আলী ২। মােঃ শাকিল সরকার (৩৬), পিতা -মােঃ আসলাম উদ্দিন সরকার ৩। মােঃ সােহেল (২৯), পিতা-মৃত তারা ৪। মােঃ সুমন (৩৮), পিতা-মৃত আঃ রশিদ, সাং-জগাই মােড় (বর্তমানে শ্বশুর-মতিয়ার রহমানের বাড়ি, বড়হামকুড়িয়া) ৫। মােঃ আব্দুল কাইয়ুম (৩৩) ৬। মােঃ কাউসার (২৪), উভয় পিতা-মােঃ খলিলুর রহমান, গ্রাম সাং-দিয়ার ধানগড়, থানা ও জেলা-সিরাজগঞ্জ এবং ৭। মােঃ বাবুল শেখ (৪০), পিতা-মােঃ আব্দুল হাই, দিয়ার ধানগড়া সিরাজী রােড,থানা ও জেলা-সিরাজগঞ্জ কে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার (০৮ জুন) সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম এ সংক্রান্তে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে তারা পরস্পর যােগসাজসে পাসপাের্ট ও পুলিশ ক্লিয়ারেন্স দালালী ও প্রতারণা চক্রের মাধ্যমে এই কাজ করে আসছে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস, নকল সীল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাম ঠিকানা বিহীন
চারিত্রিক/নাগরিক সনদপত্র, বিভিন্ন গ্রাহকের পাসপাের্ট ডেলিভারী শ্লীপ ও পাসপাের্টসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় দন্ড বিধি আইনের ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ ধারা তৎসহ বাংলাদেশ পাসপাের্ট অধ্যাদেশ-১৯৭৩ এর ১১(১)(ঘ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রতারণা চক্রের সাথে আর কে কে জড়িত আছে তা তদন্ত করে বের করে তাদের বিরুদ্ধে প্রয়ােজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।