জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত কার ও মাইক্রোবাস শ্রমিক লীগের পাবনা জেলা শাখার নিয়ন্ত্রধীন ভাঙ্গুড়া উপজেলা শাখায় তিন (৩) বছরের জন্য কমিটি অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার (৮জুন) কার ও মাইক্রোবাস শ্রমিকলীগের পাবনা জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান ও সাধারন সম্পাদক মোঃ জয়নাল শেখের স্বাক্ষরিত চিঠিতে ভাঙ্গুড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে ভাঙ্গুড়া শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলহাজ্ব হোসেন ও সাধারন সম্পাদক মোঃ মুনছুর আলী। পূণাঙ্গ কমিটিতে সর্বমোট ৪১জন সদস্য নির্বাচিত হয়েছে।
নবনির্বাচিত ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আলহাজ্ব হোসেন বলেন, ভাঙ্গুড়া উপজেলা কমিটি অনুমোদন দেওয়ায় আমার কেন্দ্রীয় কমিটিসহ পাবনা জেলা কমিটিকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
#চলনবিলের আলো / আপন