টাঙ্গাইলের গোপালপুরে এম এম সি ও অনলাইন ক্লাসের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার দুপুরে হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মিঞার সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কবির, হেমনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার প্রমূখ। কর্মশালায় গোপালপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষকগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন