টাঙ্গাইলের গোপালপুরে ১৪৫ পিস ইয়াবাসহ পাঁচটি মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী বিউটি বেগম (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পু্লিশ। সোমবার (৭ জুন) পৌর শহরের নন্দনপুরের নিজ বাসা থেকে বিউটিকে গ্রেফতার করে পুলিশ।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিতিত্তে ওই নারী মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়। নিয়মিত মাদক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে গোপালপুর থানার বিভিন্ন সময়ে আরো ০৫ টি মাদক মামলা রয়েছে।
মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন ।
#চলনবিলের আলো / আপন