শুক্রবার , ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় অপহরণের দশ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ জুন, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় অপহৃতা দশম শ্রেণির স্কুল ছাত্রী উদ্ধারের জন্য ১০দিন পর থানায় মামলা দায়ের। অপহরণকারীদের গ্রেফতার অভিযানে মাঠে নেমেছে পুলিশ।
থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ওই স্কুল ছাত্রীর মায়ের দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের দশম শ্রেণির পড়ুয়া ওই স্কুল ছাত্রী স্কুলে ও প্রাইভেট পড়তে যাতায়াতের পথে তাকে বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলো মাদারীপুর জেলার কালকিনী থানার মিয়ারহাট গ্রামের সাহাদাত মল্লিকের ছেলে শাহীন মল্লিক (২০)। বিষয়টি স্কুল ছাত্রীর পরিবার শাহীনের পরিবারকে জানালেও শাহীনের পরিবার তাতে কোন কর্নপাত না করে বরং ওই স্কুল ছাত্রীকে অপহরণের হুমকি ধামকী দিয়ে আসছিলো।
এরই ধারাবাহিকতায় গত ২৯মে সকাল সাড়ে সাতটার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাবার পথে উপজলা সদরের ব্র্যাক অফিসের ব্রীজের উপর পৌঁছলে পূর্র্বে থেকে সেখানে দাড়িয়ে থাকা শাহীন মল্লিকসহ তিন-চারজনে স্কুল ছাত্রীকে জোর করে মোটরসাইকেলে তুলে অপহরণ করে।

অপহরণের ১০দিন পরে অপহৃতা মেয়ে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের জন্য সোমবার রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, নং-৪ (৭.৬.২১)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর আলম জানান, অপহৃতা উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।