ঠাকুরগাঁওয়ে বাড়ির সীমানা নিয়ে এক অসহায় মুক্তিযোদ্ধা ও তার ও তার প্রতিবন্ধি ছেলেকে মারপিট করে হত্যারে চষ্টা করায় মামলার প্রধান আসামী মোহাম্মদ আলী টিসি (৫০)কে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।সোমবার বিকেলে রুহিয়া থানা থানা পুলিশ তাকে ঘনিমহেষপুর নামক এলাকা হতে গ্রেফতার করে।
পুলিশ জানায়,ঠাকুরগাঁও সদর উপজেলার কশালগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী ও তার স্ত্রী রাবেয়া বেগম ৫.৩০ শতক জমি কিনে বসবাস শুরু করেন ।বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর পৈত্রিক জমিজমা না থাকায় মোহাম্মদ আলী টিসি সহ কয়েক ভাইও ওই জমিতে আশ্রয় নেয় এবং বড়ভাইয়ের সঙ্গে বসবাস করতে থাকে।
কিন্তু পরবর্তীতে মোহাম্মদ আলি টিসি ও তার অন্য ভাইরা নিজেদের জমিজমা না থাকার পরও মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের চেষ্টা চালায় এবং ওই মুক্তিযোদ্ধাকে অবরুদ্ধ করে ফেলে ।এ ঘটনার প্রতিবাদ করায় তারা ওই মুক্তিযোদ্ধাকে হত্যার চেষ্টা চালায় এবং “৭১ সালে মরনি, এবার তোমাকে শহীদ করে দেব বলে হুমকি দেয়।এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার শালিস বসানো হয়।শালিসে প্রতিপক্ষ কোনপ্রকার কাগজপত্র দেখাতে না পারলেও দখলসূত্রে নিজেদের জমির মালিক দাবি করে।
অবশেষে গত শুক্রবার মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর কয়েকজন আত্বীয় পরিজন এসে ওই মুক্তিযোদ্ধার পক্ষ নেয় এবং জরিপকারী ডেকে জমির সীমানা মেপে বের করে দেয়। শনিবার সকালে তারা জমির সীমানায় খুটি স্থাপন করতে গেলে প্রতিপক্ষ মোহাম্মদ আলী তার ছেলে ডেনি এবং বোন ডলি সহ পরিবারের অন্যান্যরা লাঠিসোটা নিয়ে ওই মুক্তিযোদ্ধার উপর হামলা চালায় এবং এলোপাথারী মারপিট করে। তিনি মাটিতে পড়ে গেলে হামলা কারীরা তাকে পা দিয়ে মাড়িয়ে জখম করে। ওই সময় তার প্রতিবন্ধি ছেলে শামীম হোসেন তার বাবাকে রক্ষার জন্য এগিয়ে গেলে হামলাকারীরা তার উপরও হামলা চালায় এবং বেধরক মারপিট করে। এক পর্যায়ে টিসি ধারালো রামদা দিয়ে তাকেও কোপ মারে। এতে তার বুকে জখম হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
স্বামী ও ছেলেকে হাসপাতালে দেখে রাতে বাড়ি ফিরতে গেলে টিসি তার ভাবিকে তাড়া করে এবং মারপিট করার চেষ্টা চালায়।পরদিন সকালে মুক্তিযোদ্ধার স্ত্রী ও পুত্রবধূকেও মারপিট করে টিসি ও তার বাহিনী।
এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আলী বাদী হয়ে ১০ জনকে আসামী করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ০৪ তাং ০৬/৬/২১,ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/ ৩৭৯/৩৫৪/৩০৭ দ:বি:।মামলার তদন্তকারী কর্মকর্তা সোমবার বিকেলে মামলার প্রধান আসামী মোহাম্মদ আলী টিসিকে গ্রেফতার করে ।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান,মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে।অপর আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
#চলনবিলের আলো / আপন