পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে এগারটায় গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম শিকদার, আবুল কালাম মৃধা, শান্তি রঞ্জন কর, শাহাদাত হোসেনসহ অন্যান্যরা। শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
#চলনবিলের আলো / আপন