সিরাজগঞ্জের এমপি তানভীর ইমাম এর একান্ত প্রচেষ্টায় উল্লাপাড়ায় রেলওয়ে ওভারপাস সড়ক নির্মাণ কাজ এগিয়ে চলছে। এটি উল্লাপাড়া রেল স্টেশনের পুর্ব পাশে নির্মিত হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ এর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। এর জন্য প্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ময়েন উদ্দিন বাশী লিমিটেড এর নির্মাণ কাজ করছে বলে জানা যায়। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর একান্ত প্রচেষ্টায় ওভারপাসটির নির্মাণ কাজ বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের একটি জনদাবি পূরণ হতে যাচ্ছে। নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া আরএস বাসষ্ট্যান্ডের কাছাকাছি ঢাকা-ঈশ্বরদী রেল পথের উপর প্রায় ২শ ৬৭ মিটার দীর্ঘ ওভারপাস এবং ওভারপাসের উভয় পাশের প্রায় ৫শ মিটার মহাসড়ক ও ওভারপাস ঘিরে সড়কপথ নির্মাণ কাজ চলছে।
#চলনবিলের আলো / আপন