ঝালকাঠি প্রতিনিধি:
কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে ঝালকাঠি কৃষক দলের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে। ১০ জুন বুধবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের সিএ মোঃ রিয়াদ মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল ঝালকাঠি জেলা শাখার আহবায়ক মোঃ রুস্তুম আলী চাষী, সদস্য সচিব মোঃ তকদীর হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ বাচ্চু মিয়া, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাফায়াত হোসেন সরদারসহ নেতৃবৃন্দ।
স্বারক লিপিতে উল্লেখ করা হয় য, করোনা ভাইরাসের কারণে কৃষকেরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। এমতাবস্থায়, কৃষকেরা ধানের ন্যায্য মূল্য যাতে পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয়তাবাদী কৃষক দল সরকারের নিকট আহ্বান জানান।