পাবনা- নগরবাড়ি মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ার জুংলীপুর কবরস্থানের পাশে ইজিবাইকের সাথে ধাক্কায় রফিকুল ইসলাম (৩২) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার ( ৪ জুন) সকাল ১১ টার দিকে।
নিহত রফিকুল উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের রওশন আলীর ছেলে ও বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অপারেটর।
প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল মোটর সাইকেল নিয়ে বালসাবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় একটি ইজিবাইকের সাথে ধাক্বা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে কাওয়াক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
#চলনবিলের আলো / আপন