যশোরের অভয়নগর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মনিরুজ্জামানসহ তার স্ত্রী, কন্যা করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল এ তথ্য জানান। তিনি জানান, ওসি মনিরুজ্জামানসহ তাঁর পরিবারের সদস্যরা কিছুদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন। গত সোমবার করোনা পরীক্ষার জন্য ওসিসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে যশোরে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে করোনার রিপোর্টে তাদের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। বর্তমানে থানার ওসিসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
#চলনবিলের আলো / আপন