করোনা ঠেকাতে শুধু মাস্ক পরাই যথেষ্ট নয়, মানতে হবে সামাজিক দূরত্বের বিধিও। কিন্তু এটা মানা হচ্ছে না। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়া সহ উপজেলার সকল এলাকায়। এখানকার সাধারণ মানুষ এমনকি বাস যাত্রীরাও মানছেন না সামাজিক দূরত্ব।
নওয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স সহ ক্লিনিক গুলোতে, দায়িত্বে থাকা চিকিৎসক,থানা পুলিশ, উপজেলা প্রশাসন কিছুটা সামাজিক দূরত্ব বজায় রাখা বিধি মানলেও তাদের নেই কোনো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)। শুধু মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছেন তারা।
সম্প্রতি অফিস, দোকানপাট, হাট-বাজার সবই খুলে গেছে। নওয়াপাড়া থেকে ছেড়ে যাওয়া গণ পরিবহনে একটি সিটে একজন বসার কথা থাকলেও তা মানা হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, দায়িত্বে থাকা চিকিৎসকের রুমেও একসঙ্গে ৬-৭ জন প্রবেশ করছেন। রোগীদের ঠাসাঠাসি করে দাঁড়াতে দেখা যায়।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুর রহমান বলেন, যাদের মাস্ক নেই তাদের জরিমানা করায় কিছুটা সতর্ক ছিল। আবার এ ব্যাপারে তৎপরতা শিথিল হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ মাস্ক ব্যবহার করছে না। তবে করোনার প্রকপ বৃদ্ধি হওয়াই দ্রত স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে,গত দুইদিন ধরে উপজেলা সব এলাকায় মাইকিং করে জনসচেতনতা প্রচার করা হচ্ছে।
#চলনবিলের আলো / আপন