বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের চার দিন পরে নবম শ্রেনি পড়ুয়া অপহৃতা স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের জামাল হাওলাদারের ছেলে রুমান হাওলাদার স্থানীয় নবম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১৫) স্কুলে যতায়াতের পথে বিভিন্নভাবে প্রায়ই উত্তক্ত করে আসছিলো। ওই স্কুল ছাত্রী রুমানের কথায় রাজি না হওয়ায় গত সোমবার (৩১মে) রাতে স্কুল ছাত্রী প্রকৃতির ডাকে সারাদিয়ে ঘরের বাইরে গেলে পুর্বে থেকে ওৎ পেতে থাকা রুমান হাওলাদার (২৩) তার লোকজন নিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ করে।
এঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় অপহরণ মামলঅ দায়ের করেন, নং-১(৩.৬.২১)। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে গৌরনদী থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে।
ওসি মাজহারুল জানান, আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
#চলনবিলের আলো / আপন