নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলবিয়াসপুর মাঠের পাট খেত থেকে মাথায়আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলেছে । নিহত নারীর নাম রাখি খাতুন (২৮) । রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিধিরপুর গ্রামের মুছলেম উদ্দিনের মেয়ে ।। মঙ্গলবার (১জুন) রাতে রাজশাহী থেকে সিআইডি’র ক্রাইমসিন টিম এসে তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে জানতে পারেন মশিন্দা ইউনিয়নের বিলবিয়াসপুর মাঠের পাট খেতে অজ্ঞাত নারীর মরদেহ পরে আছে। এমন সংবাদে ঘটনাস্থলে গিয়ে সিআইডি’র রাজশাহীর টিমকে খবর দেওয়া হয়। তাদেন মেশিনে ফিঙ্গার প্রিন্টে মরদেহের পরিচয় পাওয়া যায়। রাতেই মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয় । ওই নারীর আত্বীয় স্বজন কে খবর দিয়ে আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
#চলনবিলের আলো / আপন