অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র প্রধান অফিস সহকারি সাদেকুর রহমান আজাদ এন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহির ওয়া ইন্না লিল্লাহির রাজিউন) । মঙ্গলবার রাত একটায় তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন যাবত কীডনি রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক কন্যা , পিতা , মাতা ,ভগ্নি সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর তার নামাজে জানাজা শেষে নিজ গ্রাম উপজেলার ভাঙ্গাগেট আলীপুর গোরস্তানে লাশ দাফন করা হয়। তিনি ওই গ্রামের আব্দূল জলিল হোসেনর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান রিজভী জানান, তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি তার আত্মার শান্তি কামনা করে শোক বিবৃতি প্রদান করেছেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান। সাদেকুর রহমান আজাদ এলঅকার একজন সমাজ সেবক ছিলেন। তিনি উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের যশোর জেলা সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
#চলনবিলের আলো / আপন