গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন এর ৩৮তম জন্মদিন পালন করা হয়েছে ৷ এ উপলক্ষে মঙ্গলবার রাতে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে এক কেক কাটাও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী সাদুল্লাপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতিও প্যানেল মেয়র আব্দুস সোবহান বিচ্চু। প্যানেল মেয়র আব্দুস সোবহান বলেন, প্রবাদ আছে অসির চেয়ে মসি শক্তিশালী এছাড়াও আমরা জানি, বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি তাই সাংবাদিকতার মতো এ মহান পেশার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সৎ নিরপেক্ষ সাংবাদিকতায় লক্ষ্য রেখে সংবাদ পরিবেশনের জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন ৷
এ সময় সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতনের সাংবাদিকতার বর্ণাঢ্য জীবন নিয়ে বিশেষ আলোচনা করা হয় ৷
সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদূস রায় ও কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, আমিরুল ইসলাম কবির, শাহ আলম সরকার, আশরাফুজ্জামান সরকার, ফজলার রহমান, শাহারুল ইসলাম, হামিদুল হক মন্ডল, নুর মোহাব্বত সরকার, মিলন মন্ডল, হাবিব, মাসুদ রানা, ফেরদৌস রহমান, আশরাফুল আলম, গোলাম আজম প্রমূখ।
#চলনবিলের আলো / আপন