শুক্রবার , ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

আশীষ কুমার বড়ুয়া নিয়োগ পেলেন উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান পদে

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ মে, ২০২১

আজ ৩০ মে রবিবার বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ অধিশাখা স্মারক নং- ০৫.০০.০০০০.১৩২.১৯.০০২.২০-৩৭৭ তারিখ- ৩০ মে-২০২১ প্রজ্ঞাপনমুলে আশীষ কুমার বড়ুয়া (৭৫৭৬) সদস্য (যুগ্মসচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ভাইস-চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ প্রদান করা হয়।

রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করেন।

আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিঃ সচিব) মো. নুরুল আলম নিজামীর স্থলাভিসিক্ত হলেন।
আশীষ কুমার বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-প্রশাসন (যুগ্মসচিব), পদে বিগত দিনে অত্যান্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান পদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগের বিষয়টি আশীষ কুমার বড়–য়া (যুগ্মসচিব) নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ রবিবার আদেশের কপি হাতে পেয়েছি। আগামী কাল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান পদে যোগদান পত্র জমা দিব।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত ভাইস-চেয়ারম্যান আশীষ কুমার বড়–য়া পার্বত্য অঞ্চলের উন্নয়নে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।