বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।ওসি মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে মাদক ব্যবসায়ী মাসুম সরদারকে শনিবার রাতে নিজ বাড়ি থেকে উপ-পরিদর্শক ইয়ার উদ্দিন গ্রেপ্তার করেন।
মাসুম সরদার জিআর-১১৮/১৯ মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কর্তৃক তার এক বছরের সাজার রায় ঘোষণা হয়। রায়ের পর থেকেই মাসুম পলাতক ছিল। রবিবার দুপুরে মাসুমকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন