মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫নং বালিয়া ইউনিয়নের ভুল্লী বাজারে নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর মাছ বিক্রি করার সময় বিক্রেতা আমিরের নিকট হতে ২০৬ কেজি মাছ জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
শনিবার (২৯ মে) দুপুরে ভুল্লী বাজারে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা: আয়েশা আক্তার, ৫নং বালিয়া ইউপি চেয়ারম্যান নুর-এ-এলম সিদ্দিক এবং ঠাকুরগাঁও সদর থানার আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যবৃন্দ।
পরে জব্দকৃত ২০৬ কেজি আফ্রিকান মাগুর মাছ ঠাকুরগাঁও সদর উপজেলার প্রায় ১৫টি সরকারী, বেসরকারী এতিম খানা ও বিভিন্ন মাদ্রাসায় বিতরন করা হয়।
এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বলেন, সরকারি আইন লংঘন করে কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ ঘোষিত এই সকল মাছ বাজারে বিক্রি করছে। আমরা যেখানেই এই রকমের মাছ বিক্রি করার খবর পাবো সেখানেই আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
#চলনবিলের আলো / আপন