মাতারবাড়ীর জেলেপাড়া থেকে সাইটপাড়া পর্যন্ত দীর্ঘ ৫ কি.মি. স্থায়ী ও টেঁকসই বেড়িবাঁধের দাবিতে মাতারবাড়ীর শিক্ষিত যুব ও ছাত্র সমাজের মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮মে শুক্রবার বেলা ৪টায় নয়াপাড়া সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় উক্ত মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার কারণে সমুদ্রের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট বেড়ে যাওয়ার কারণে মাতারবাড়ী-ধলঘাটার বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে ও জিওব্যাগের উপর দিয়ে লোকালয়ে মানুষ প্রবেশ করে। ধ্বস নেমে পড়ছে বেড়িবাঁধে।
বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রায় দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এতে অনেকের ঘরবাড়ি তলিয়ে যায়। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন অনেক মানুষ।
বেড়িবাঁধের এই ভাঙন অব্যাহত থাকলে মাতারবাড়ী-ধলঘাটা ইউনিয়ন দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে, জিও ব্যাগ না দিয়ে ইটের ব্লক দিয়ে মাতারবাড়ীর চারদিকে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা।
উক্ত মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন আব্দুর রহমান রিটন ও আব্দুল আমিন জয়। এ সময় মাতারবাড়ীর স্থানীয় যুব সমাজ ও বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন