কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে নব গঠিত ২০২১ইং এর ভারুয়াখালীর যুব কল্যাণ সমিতির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। ১৫ই মে ঈদের দ্বিতীয় দিন ভারুয়াখালী বাজার সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে উক্ত সংগঠনের সভাপতি জিয়াউল হক জিয়া সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুর ২টায় মোঃ নুরুল আমিন সিরাজী কন্ঠে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমিতির কার্যক্রম শুরু হয়। মোহাম্মদ ইকবাল এর সঞ্চালনায় পুরো অনুষ্ঠান পরিচালিত হয়। সংগঠনের আজকের অনুষ্ঠানের বিষয় হিসাবে রাখা হয়েছিল (১) ১ম বারের মত পূর্ণমিলনী অনুষ্ঠান ও পরিচিত সভা (২) সমিতির সকল হিসাব-নিকাশ উত্থাপন। (৩) মধ্যস্থ অতিরিক্ত ফি আদায়ের মতবিনিময় (৪) সমিতির উন্নয়নের জন্য সকল সদস্যদের মতবিনিময়(৫) সমিতির সকল সমস্যা নিয়ে আলোচনা।
আজকের ঈদ পূর্ণমিলনী ও পরিচিত সভায় উপস্থিত ছিলেন,’ভারুয়াখালীর যুব কল্যাণ সমিতির’উপদেষ্টা মহোদয় ১ নং ওয়ার্ডের হাবিবুর রহমান ২নং ওয়ার্ডের মোহাম্মদ ইকবাল ৩নং ওয়ার্ডের গোলাম কাদের ৪ নং ওয়ার্ডের শাহাবুদ্দিন ৬ নং ওয়ার্ডের জিয়াউল হক জিয়া ৭নং ওয়ার্ডের সাজেদুল মোর্শেদ ৮নং ওয়ার্ডের মনছুর আলম ৯ নং ওয়ার্ডের জিয়াউর রহমান, সদস্যদের মধ্য থেকে যারা উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড থেকে মোঃ রমজান,হাবিব,মোঃ ইউনুস,নুরুল আমিন সিরাজী, মোজাম্মেল, মোঃ নিহাদ। ২নং ওয়ার্ড থেকে কামাল উদ্দিন,৩নং ওয়ার্ড থেকে মোঃ কাদের,৪নং ওয়ার্ড থেকে শরিফ, জকরিয়া, মাহমুদুল হক,৬নং ওয়ার্ড থেকে ছাবের,হারুন,শাহাজাহান, মিজান, ৭নং ওয়ার্ড থেকে সহিদুল ইসলাম,কায়সার,৮ নং ওয়ার্ড থেকে সাদ্দাম,হামিদ,রায়হান,মামুন,বা বুল,মামুন-১, ৯ নং ওয়ার্ড থেকে রফিকুল ইসলাম।শুরুতেই কোরআন তেলোয়াত পর নিম্নে উল্লেখিত আলোচনা ও সিদ্ধান্ত সমুহ গৃহীত হয়, ১নং বিষয় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের বিষয় হিসাবে এক রঙের সমিতির নাম ও লগো লাগানো টি-শার্ট পরে সকলের পরিচিত কুশল বিনিময় করেন। সকলে একসাথে নদীর পাড়ে সেলফি করা হয়। ২য় বিষয় সমিতির সকল হিসাব নিকাশ সকল সদস্যদের মাঝে উত্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক সাজেদুল মোর্শেদ। ৩য় বিষয় সমিতির মধ্যস্থ অতিরিক্ত ফি বিষয়ে সকলের মতামতের ভিত্তিতে আগামী মাসের মধ্য অতিরিক্ত ফি নেয়ার সিদ্ধান্ত হয়।
৪র্থ বিষয় সমিতির উন্নয়নমূলক সকলে মতবিনিময় করেন এবং দফায় দফায় আলোচনা সমালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। ৫ম বিষয় সমিতির যেসকল সমস্যা ছিল তা পরিচালনা কমিটির উত্থাপনের মাধ্যমে সমাধানের পথ সহজ করা হয়। পরিশেষে একসাথে দোয়ায়ে মোনাজাত ও খাওয়া-দাওয়া করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
#চলনবিলের আলো / আপন