শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে শহীদ জননীর শাহান আরার দোয়া-মিলাদ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুন, ২০২০

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ জননী সাহান আরা বেগমের বিদেহী আত্মার শান্তি কামনায় মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন উপজেলায় দোয়া-মিলাদ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোকিত মুলাদীর উদ্যোগে নিজস্ব কার্যালয়ে দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মিজানুর রহমান, মুলাদী থানার ওসি মোঃ ফয়েজ উদ্দীন মৃধা, চিকিৎসক ডাঃ মুহাম্মাদ মোশাররফ হোসাইন ঝিলু, সমাজ সেবক নজিবুর রহমান ভূঁইয়া কামাল, সাংবাদিক মোঃ শাহীন হোসেন উপস্থিত ছিলেন।
একইদিন গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০০১ সালে চারিদিকে যখন বিএনপির সন্ত্রাসী কর্তৃক দলীয় নেতাকর্মীদের ওপর একের পর এক অমানুষিক নির্যাতন, ধর্ষণ, লুটপাট, মামলা দিয়ে হয়রানী শুরু হয়। যখন প্রাণ বাঁচাতে সবনেতা নিজ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন, তখন মায়ের মমতায় শুধু নির্যাতিতদের একমাত্র ভরসাস্থলই ছিলেন শহীদ জননী সাহান আরা বেগম। অপরদিকে একইদিন পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার উদ্যোগে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়া বার্থী তাঁরা মন্দির পরিচালনা কমিটির আয়োজনে বেলা এগারোটায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাহান আরা বেগম পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা। তিনি (সাহান আরা বেগম) ছিলেন আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল। তাই একমাত্র অভিভাবককে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পরেছেন ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।