২৮মে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৬ হাজার পিস ইয়াবা,নগদ ৩৮ হাজার টাকা ও ৬টি মোবাইল সহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। দুপুর অনুমানিক১:৫০মিঃ সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভা অন্তর্গত তারাবনিয়ারছড়া জামে মসজিদের পূর্ব পার্শ্বে জণৈক হাজেরা পারভিন (৩৭) এর মালিকানাধীন বাড়ির ৪র্থ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাট হতে এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
এ সময় আটক আটককৃত আসামীরা হচ্ছে,১। মোহাম্মদ শাহ আলম (২৫), পিতা-মৃত বশির আহমদ, সাং-নতুন পল্লানপাড়া (৪নং ওয়ার্ড), থানা-টেকনাফ, ২। এমদাদুল হাসান (২৪), পিতা- মোতাহের আহমদ, সাং-সিকদার পাড়া, (২নং ওয়ার্ড), থানা-ঈদগাঁও, ৩। তৌহিদুল হাসান (২২), পিতা-মোঃ রশিদ, সাং-দক্ষিণ রুমালিয়ারছড়া, (৭নং ওয়ার্ড), থানা ও জেলা- কক্সবাজার। তাদের হেফাজত হতে ১৬,০০০ (ষোল হাজার) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট ও মাদক কারবারে ব্যবহৃত ৪ (চার)টি স্মার্ট মোবাইল, ০২ (দুই) টি বাটন মোবাইল ফোন সহ মাদক বিক্রির তাদের কাছে থাকা নগদ ৩৮,৫০০/- (আটত্রিশ হাজার পাঁচশত) টাকা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
#চলনবিলের আলো / আপন