জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অস্টম শ্রেণির স্কুল ছাত্রী।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মনির হাওলাদারের স্কুল পড়ুয়া কন্যার (১৪) সাথে একই গ্রামের হাশেম ঘরামীর পুত্র মাসুম ঘরামীর (২৬) শুক্রবার বিয়ের দিন ধার্য ছিলো।
সে অনুযায়ী কনের বাড়িতে বিয়ের সকল আয়োজন চলছিলো। সকালে বিষয়টি জানতে পেরে কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই স্কুল ছাত্রীকে বিয়ে দেওয়া হবেনা বলে লিখিত মুচলেকা দিয়ে ছাত্রীর মা রক্ষা পেয়েছেন।
#চলনবিলের আলো / আপন