রাতে খোলা জানালা দিয়ে ঘুমন্ত গৃহবধুর গায়ে ঘা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। পাবনার ভাঙ্গুড়া উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামে বৃহস্পতিবার (২৭মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গৃহবধু লতা বাদি হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত ৫ জনের মধ্যে সাইদুল ইসলাম, আজিজুল হক ও মন্টু মন্ডল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শুক্রবার (২৮মে) ভোরে তিন ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলেন, সুলতান হোসেন, সাগর ও আব্দুল মান্নান।
স্থানীয়রা জানান, লতা খাতুন জানালা খোলা রেখে ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে একই গ্রামের শোটকা মোল্লার বখাটে ছেলে খোকন (৩৮) তার গায়ে ঘা দেন। তখন লতা চেঁচিয়ে উঠলে তার স্বামী আলমগীর বাইরে এসে নিকটেই তাকে দেখতে পান। ঘটনার জন্য খোকনকে দায়ী করা মাত্র সে আলমগীরকে মারপিট শুরু করে। পরে লাঠিসোটা নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রামে শান্তি বজায় রাখার স্বার্থে উভয় পক্ষের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তবে ওদের মধ্যে অভিযুক্ত খোকন না থাকায় বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়।
#চলনবিলের আলো / আপন