নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬নং চাপিলা ইউনিয়ন পরিষদে ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বাজেটে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আর্থসামাজিক উন্নয়নসহ দুর্যোগ মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চাপিলা ইউপি চেয়ারম্যান মো. আলাল উদ্দিন ভুট্টুর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. আজহারুল ইসলাম। ইউপি সচিব জানান, এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৪৬৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ১৬৭ টাকা। এছাড়া উন্নয়ন আয় ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৬৭ টাকা। রাজস্ব আয় ২৪ লাখ ৮৮ হাজার ও ব্যয় ধরা হয়েছে ২২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা। একইসাথে উদ্বৃত্ত ২ লাখ ১২ হাজার ৩০০ টাকার বাজেট পেশ করেন ইউপি সচিব।সভায় চাপিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন