রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ার চৌবাড়ী নরজান সড়কের বেহাল দশা কর্তৃপক্ষের নজর নেই, মানুষের চরম দূভোর্গ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

পাবনার আটঘরিয়া উপজেলার চৌবাড়ী-নরজান আড়াই কিলোমিটার সড়কের বেহাল দশা। কর্তৃপক্ষের নজর নেই। সড়কের খোয়া উঠে বড় বড় গর্তে পরিণত হয়ে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সাধারন মানুষের চলাচলের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে। ঘটছে প্রতিনিয়তই অহরহ দূর্ঘটনা। কেউ বা পঙ্গুত্ব বরণ করছে। এই সড়কের প্রায় ৪০ থেকে ৫০টি স্থানে গর্ত হয়ে পানি জমে চলাচলের একেবারেই অনুপযোগী।

সরজমিনে ঘুরে গতকাল বৃহষ্পতিবার সকালে দেখা যায়, চৌবাড়ীর চৌরাস্তা মোড়ের সামনে, মেরু কামারের বাড়ীর সামনে, হিদাসকোল আনিসের বাড়ীর সামনে, হিদাসকোল মধু হাজীর বাড়ীর সামনে, হিদাসকোল আব্দুস সাত্তার, হিদাসকোল হোসেন আলী, চন্ডিপাশা মহির উদ্দিন, রহমান উদ্দিনের বাড়ীর সামনে, চৌবাড়ী দাখিল মাদরাসার সামনে, নরজান মালেকের বাড়ীর মোড়ে সড়কের খুয়া উঠে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এসকল গর্তে সামান্য বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে ওই সড়ক দিয়ে চলাচলরত সাধারন মানুষের চরম দূভোর্গে পোহাতে হচ্ছে।

অটোবাইক চালক নজরুল ইসলাম, কবির হোসেন, কাসেম আলী সহ ১৫ থেকে ২০ জন চালকের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই সড়কটি ভেঙ্গে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খুয়া উঠে ছোট বড় গর্ত হয়েছে। একটু বৃষ্টি হলে পানি জমে কাঁদায় পরিণত হয়। একটি সিএনজি অটোরিকশা ভালোভাবে চলাচল করা তো দুরে থাক, রাস্তার এই পরিস্থিতিতে একটি মোটরসাইকেলও চলতে হয় জীবনের ঝঁকি নিয়ে। যাতাযাত করতে গেলে অনেক সময় গাড়ীর চাঁকা গর্তে পড়ে ভেঙ্গে সড়কের ওপর হুমড়ি খেয়ে হতাহতের শিকার হতে হয়।

একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল সরদার জানান, উপজেলার মধ্যে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ন সড়ক। এই সড়ক খানাখন্দের কারণে চলাচল করা একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। চৌবাড়ী চৌরাস্তা মোড় থেকে একদন্ত বাজার পর্যণÍ সড়কটি একেবারেই নিন্মমানের হওয়ার কারণে ভেঙ্গে রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে একদন্ত ইউনিয়নের সকল গ্রামের সাধারন মানুষ চলাচল করে। তবে সড়কটি আরও বেশি চওড়া হওয়া দরকার এবং দ্রুত সরস্কার করে চলাচলের উপযোগী করার দাবী জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।