শুক্রবার , ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

টেকসই বেড়িবাঁধ আর সড়ক চাই

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

দ্বীপ উপজেলা মহেশখালী ধলঘাট ইউনিয়নে চেয়ারম্যান ওনার ফেইসবুক পোস্টে বলেন ধলঘাটার মানুষ ত্রান চাই না টেকসই বেড়িবাঁধ আর সড়ক চাই।অবশেষে ইয়াসের থাবায় বিলীন হয়ে গেল ধলঘাটা শরইতলার বেড়িবাঁধ। গত পাঁচ বছর ধরে প্রশাসনের সাথে অনেক কষ্ট আর যুদ্ধ করে এই টুকু বেড়িবাধ দাড় করিয়ে জোয়ার ভাটা থেকে রক্ষা করেছিলাম এই ধলঘাটাকে। ভেবেছিলাম এরই মধ্যে ৭০/৮০ কোটি টাকার বরাদ্দকৃত বেড়িবাধের কাজ শুরু হয়ে যাবে। সেইভাবে এগিয়েও যাচ্ছিল এবং ঠিকাদার তার জন্য তিন চার হাজার ব্লকও বানিয়ে ফেলেছিল। কিন্তু দূর্ভাগ্য আমাদের কাজ শুরু করেও ঠিকাদার পালিয়ে গেল। এর পরে পানি উন্নয়ন বোর্ড গত ২/৩ বছর ধরে শুধু আশারবাণী শুনাচ্ছিল এই তো ২০০/৫০০ কোটি টাকার বরাদ্দ এসেছে, টেন্ডার হচ্ছে, এই তো এই মৌসমে কাজ শুরু হবে। এই সব অফিসের এবং তাদের কাছে যেতে যেতে, আমরা এমন কি আমাদের এম,পি মহোদয় পর্যন্ত দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছি। অনেকবার সরকারের কাছে ও বলেছি মেঘা প্রকল্পের এরিয়া ধলঘাটা সে হিসেবে হলেও টেকসই বেড়িবাঁধ করা উচিত। কিন্তু না যখন বুঝতে পারলাম যে, মেঘা প্রকল্প আর উন্নয়ন দুটো এক জিনিস নয়। মেঘা প্রকল্প শুধু তাদের উন্নয়ন নিয়েই ব্যস্থ থাকবে এর বাহিরে অন্যভাবে আমাদেরকে দয়া করার তাদের সুযোগ নেই।

অন্যদিকে  সরকার, বাজেট আর টেন্ডার প্রক্রিয়ায় দিন গুণবে আর দীর্ঘ বিলম্বের পথ ধরে মধ্যখানে আমাদের মত ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা মানুষের কাছে শুধু অযোগ্য আর অকর্মা হিসাবে কথা শুনতে হচ্ছে। একজন চেয়ারম্যান ঠিক সেই সময় যতই শিক্ষিত বা যোগ্য হোক না কেন টেকসই বেড়িবাঁধ আর টেকসই যোগাযোগ ব্যবস্থা না করা পর্যন্ত আমরা জনগণের কাছে সবচেয়ে অযোগ্য।

তাই এই মুহুর্তে নতুন বেড়িবাঁধ এর কোন সু-সংবাদ থাকলেও কাজ শুরু করা বা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত চুপ থাকাই সমচিন মনে করছি। কারণ একটাই, জনগণ বুঝতে চাইবেনা! তাই জনগণের সাথে আমিও একমত পোষণ করে বলছি-” আমরা ত্রাণ চাই না,টেকসই বেড়িবাঁধ এবং সড়ক চাই।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।