২০১১ সালে প্রতিষ্ঠিত লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে ৫০ জেলায় লাল সবুজ উন্নয়ন সংঘ প্রতিবছর বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম পরিচালিত করে আসছে এরই ধারাবাহিকতায় পাবনার ভাঙ্গুড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ মে) পুকুর পাড় উদয় সংঘে আলোচনা সভা ও কেক কাটা, প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গুড়া শাখার সভাপতি ইফতেখার হাসান লিমন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুর পাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রওশন আলী রানা এবং সহকারী শিক্ষক আবদুল ওহাব ।এসময় উপস্থিত ছিলেন সালাউদ্দীন আহমেদ স্বপন বাংলাদেশ ছাত্রলীগ ভাঙ্গুড়া উপজেলা শাখা,ভাঙ্গুড়া শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সবুজ আহমেদ, এবং সদস্য রাশিদুল ইসলাম, মামুন, শরিফ হাসান,মুনজিল হোসেন প্রমূখ।
এসময় প্রধান শিক্ষক রওশন আলী রানা বলেন, করোনা দুর্যোগকালীন সময়ে লাল সবুজু সদস্যদের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।তিনি সবাইকে মানবিক কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানান।
#চলনবিলের আলো / আপন