মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রলয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর (উশৈসিং) এমপি মহোদয়ের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (৯ জুন”২০২০ইং) বিকাল ৩টায় লামা উপজেলা পরিষদের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।
দোয়া মাহফিলে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জান্নাত রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা বিনতে সালাম, লামা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান,পিআইও মোঃ মজনুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা -কর্মচারিগণ , আলেম সমাজ, সাংবাদিকবৃন্দ ও আওয়ামীলীগ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।
প্রসংগত, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপির গত ৬ জুন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎধীন রয়েছেন।