সন্ত্রাস-জঙ্গিবাদ,মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধের স্লোগান নিয়ে পুলিশের সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছানোর লক্ষ্যে
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুল গিয়াস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বিট নং-৬ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
২৪ মে সোমবার দুপুরে ২টা দিকে ভারুয়াখালী ইউনিয়ন পরিষদ থেকে এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে কার্যক্রম ঘোষণা দেয়া হয়।
প্রধান অতিথির শেখ মনিরুল গিয়াসের বক্তব্যে তিনি বলেন,বিট পুলিশিং অফিসারের দায়িত্বে থাকবে এসআই মোঃ আলমগীর হোছন, সহকারি বিট অফিসারের দায়িত্বে থাকবে এসআই আতিকুল ইসলাম ভূঁইয়া ও মোহাম্মদ এনামুল হক । তিনি আরো বলেন পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। এলাকার যেকোনো সমস্যা কোনো প্রকার হয়রানি ব্যতিত বিট পুলিশিং অফিসারের কাছে জানাতে পারবে। প্রধান অতিথি আরো বলেন, আর এখন পর্যন্ত যারা অস্ত্রধারী, মাদক ও ইয়াবা কারবারি রয়েগেছে তাদেরকে আত্মসমর্পণ করার সুযোগ দেয়া হয়েছে শিগগিরই আত্মসমর্পণ করলে আইনের কঠিন শাস্তি থেকে রেহাই পাবে।
ইতিমধ্যে ইউনিয়ন পুলিশিং বিট কার্যক্রম শুরু করেছি। এর মাধ্যমে যে কেউ পুলিশের সেবা গ্রহণ করতে পারবেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ভারুয়াখালীর আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন এবং পুলিশকে সার্বিক সহযোগিতা করার কথা দিয়েছে ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুদ্দিন, ভারুয়াখালী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আমিনুল হক আমিনুল হক, এডভোকেট নুরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম,কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক মিলন, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন খোকন, ভারুয়াখালী আলিম মাদ্রাসার সাবেক সভাপতি নুরুল হুদা মেহেদি,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এম এ কাশেম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ মেম্বার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ফজলুল হক,অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব শুভ্র কান্তি দে।
এ সময় স্থানীয় গণ্যমান্য লোকজন ও সচেতন মহল ,শিক্ষক, মসজিদের ইমাম ও ইউপি সদস্যগণসহ স্থানীয় হাজারখানীক লোকজন উপস্থিত ছিলেন।
#আপন_ইসলাম