বৃহস্পতিবার , ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

যাত্রীদের পদচারনা সরব বরিশাল নৌ বন্দর, সরগরম বাস টার্মিনাল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মে, ২০২১

কঠোর স্বাস্থ্যবিধি মেনে ও যাত্রী উঠানোর সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পর দেশের দ্বিতীয় বৃহত্তম বরিশাল নৌ-বন্দরের পল্টুন থেকে অভ্যন্তরীন নৌ-রুটে যাত্রী পরিবহন শুরু করেছে লঞ্চগুলো।

সোমবার সকাল থেকে দ্বীপ জেলা ভোলাসহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার অভ্যন্তরীন রুটের নারী-পুরুষ ও শিশু যাত্রীরা লঞ্চযোগে বরিশালে ফিরে আসতে শুরু করেছেন। অপরদিকে বরিশাল থেকেও বিভিন্ন নৌ-পথের যাত্রীরা বরিশাল ত্যাগ করতে শুরু করেছেন। তবে দীর্ঘদিন পর লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীদের তেমন চাঁপ বাড়েনি।

সোমবার দুপুরে ঢাকা-বরিশাল নৌরুটের বিলাসবহুল লঞ্চের দায়িত্বপ্রাপ্তরা বলেন, এখন পর্যন্ত ঢাকাগামী লঞ্চের কেবিনের চাহিদা আছে, তবে আগের মতো চাঁপ নেই। টানা ৪৬দিন পর সোমবার রাতে বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে চারটি লঞ্চ।

করোনাকালে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলে প্রতিজ্ঞাবদ্ধ বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ। বরিশাল বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে যাতে লঞ্চ চলাচল করে সেজন্য ইতোমধ্যে লঞ্চ মালিকদের সাথে বৈঠক করা হয়েছে।

অপরদিকে সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, টানা দেড় মাস পর যাত্রীবাহী লঞ্চ চালুর খবর নিঃসন্দেহে স্বস্তির। তবে মালিক-শ্রমিক এবং বিআইডব্লিউটিএ’র সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। এ ক্ষেত্রে কোন শৈথিল্য হলে ফের করোনা সংক্রমণ বাড়ার আশংকা থাকবে।

লঞ্চ চালুর সরকারি ঘোষণাকে সকল লঞ্চ মালিকদের পক্ষ থেকে স্বাগত জানিয়ে জেলা লঞ্চ মালিক সমিতির আহবায়ক সাইদুর রহমান রিন্টু বলেন, তারা স্বাস্থ্যবিধি মেনে ধারন ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছেন। একইসাথে সরকার নির্ধারিত ৬০ ভাগ হারে বর্ধিত ভাড়া আদায় করার সিদ্ধান্ত করা হয়। সে হিসেবে ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চের ডেকে যাত্রী প্রতি ভাড়া নির্ধারন করা হয়েছে চারশ’ টাকা। তবে কেবিনের পূর্ব নির্ধারিত ভাড়াই বহাল থাকবে।

এছাড়া লঞ্চ কর্তৃপক্ষ মাইকে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার এবং শারীরিক দূরত্ব অনুসরন করার আহবান জানাবে। বিষয়টি তদারকি করবেন বিআইডব্লিউটিএ এবং জেলা ও পুলিশ প্রশাসনের সদস্যরা। তিনি আরও বলেন, সার্বিক বিষয় নিয়ে রবিবার দিবাগত রাত আটটার দিকে বরিশাল নদী বন্দরের লঞ্চ মালিক সমিতি কার্যালয়ে লঞ্চ মালিকদের জরুরি সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সরগরম কেন্দ্রীয় বাস টার্মিনাল \ সোমবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সবধরনের দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু হয়েছে। বাস চলাচল শুরু হওয়ায় সকাল থেকেই কাউন্টারগুলোতে যাত্রীদের ভীড় বেড়েছে। আর যাত্রী উঠাতে সেই পুরনো হাক-ডাক শুরু করেছেন শ্রমিকরা। ৬০ শতাংশ বেশি ভাড়ায় সরকারের নির্দেশে বাসের টিকিট বিক্রি করা হচ্ছে এক আসন ফাঁকা রেখে।

 

#আপন_ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।