খাগড়াছড়ির রামগড়ে সরকারিভাবে শুরু হলো চলতি বছরের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান।সোমবার দুপুর ১টায় রামগড় উপজেলা খাদ্যগুদাম চত্ত্বরে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বপ্রদীপ ত্রিপুরা।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ধান সংগ্রহ কমিটির সভাপতি মোঃ মাহমুদ উল্ল্যাহ মারুফ
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিমো চাকমা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ভুইয়া, কৃষি কর্মকর্তা আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনছুর আলী, কৃষক প্রতিনিধি আবু আহমেদ ও মিল মালিক সমিতির সভাপতি মোঃ নাদেরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ভুইয়া জানান,গুদামে গুদামে কৃষকের ধান, কৃষক বাঁচে, বাঁচে প্রাণ’ – এ স্লোগানকে সামনে রেখে এবছর রামগড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বোরা ধান সংগ্রহ কার্যক্রম। এবার উপজেলার খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে কৃষক ও মিল-চাতাল ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি কেজি ৩৯ টাকা দরে ৬১মেট্রিক টন চাল এবং ১১৮০ টাকা মণ ধরে ১০৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।রামগড় উপজেলার একমাত্র এই খাদ্যগুদামে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষক থেকে নির্ধারিত দাম দিয়ে ধান এবং চাল সংগ্রহ করা হবে।চলতি বছরের ১৫ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।
রামগড় উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাহমুদ উল্ল্যাহ মারুফ বলেন,উপজেলার খাদ্য গুদামে ধান-চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য উপজেলার মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী তাদের কাছ থেকে চাল পাবে।
#আপন_ইসলাম