সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রচন্ড গরম পড়ছে । অসহনীয় তাপদাহ চলছে । জনজীবনে দেখা দিয়েছে অ¯^স্তিকর অবস্থা। এদিকে মাঠে ধান কটতে কৃষক দিনমজুরদের বেশ কষ্ট হচ্ছে ।
গত দিন চারেক হলো অসহনীয় তাপদাহ আর প্রচন্ড গরম পড়ছে। গত কদিনের তুলনায় আজ রোববার তাপমাত্রা আর গরম আরো বেশী পড়ছে ।
উল্লাপাড়ার বড় পাঙ্গাসী ইউনিয়ন এলাকায় আজ রোববার দুপুরে গিয়ে দেখা গেছে মাঠের পর মাঠ জুড়ে পাকা ধান ফসল কাটছে কৃষকেরা । গরমে বেশীর ভাগ কৃষক দিনমজুর দলবেধে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। তাদের কথায় এমন তাপদাহে ধান পাকা এগিয়েছে। চক পাঙ্গাসী গ্রামের বেশ কজন কৃষক দিনমজুরকে গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে।
তারা জানায় ধান কাটা ও মাড়াই কাজে চরম গরমে তাদের মাঝে অস্বস্তি দেখা দিলেও তাড়াতাড়ি ধান কেটে ঘরে তুলতে পারায় তারা খুশী বলে জানায়।
#আপন_ইসলাম