প্রথম আলোর জ্যৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাংবাদিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানববন্ধন পালিত হয়। ২২ মে (শনিবার) রুহিয়া চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
রুহিয়া থানা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার রুহিয়া প্রতিনিধি প্রভাষক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মজহারুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক কায়সার হোসেন প্রমুখ।
উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, রুহিয়া থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাগরনী টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি দুলাল হক, সাংস্কৃতিক বিষয় সম্পাদক আক্তারুজ্জামান আপেল, সদস্য ইব্রাহিম জামান, প্রভাষক গোলাম মোস্তফা, রুবেল রানা, মনছুর আলী, গাব্রিয়েল ঋষি, দৈনিক সবুজ নিশান পত্রিকার রুহিয়া প্রতিনিধি ইব্রাহিম আলী দৈনিক সুপ্রভাত পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি সজল আলী প্রমুুুখ।
বক্তারা রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক কুদরত আলী।
#আপন_ইসলাম