অবৈধ দখলদার, জঙ্গি, সন্ত্রাসী ইসরাঈল কর্তৃক মুসলমানদের পূর্ণ্যভূমি ও মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মুকাদ্দসে নিরীহ মুসল্লিমদের উপর নৃসংস হামলা ও ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা মহেশখালী উপজেলা শাখার যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ১৯ মে সকাল ১০ টায় পুটিবিলা খানকাহ্-এ-কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে শুরু হয়ে মহেশখালীর প্রধান সড়ক প্রদিক্ষন করে বড় মহেশখালী মধুয়ার ডেইল খবরস্হান সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন গাউছিয়া কমিটি বাংলাদেশ মহেশখালী উপজেলা সভাপতি আলহাজ্ব শামসুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার দক্ষিন জেলা শাখার সদস্য সচিব সালাহ উদ্দিন মুহাম্মদ তারেক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহেশখালী উপজেলা দক্ষিন শাখার সভাপতি মাওলানা নুরুচ্ছফা কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহেশখালী উপজেলা দক্ষিন শাখার সাধারন সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, বাংলাদেশ ইসলামী যুবসেনা মহেশখালী উপজেলা দক্ষিন শাখার সভাপতি নেজাম উদ্দিন নেজাম, বাংলাদেশ ইসলামী যুবসেনা মহেশখালী উপজেলা দক্ষিন শাখার সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ রব্বানী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহেশখালী উপজেলা দক্ষিন শাখার সভাপতি মুহাম্মদ হাবীব উল্লাহ বোখারী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহেশখালী উপজেলা দক্ষিন শাখার সাধারন সম্পাদক মুহাম্মদ আমির হোসাইন সহ নেতৃবৃন্দ। মানববন্ধব ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর হামলা বন্ধ করতে হবে এবং মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মোকাদ্দসে হামলা বন্ধ করতে হবে অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে পাশাপাশি ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর হামলা এবং মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মোকাদ্দসে হামলার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
#আপন_ইসলাম