বৃহস্পতিবার , ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

অসহনীয় তাপদাহে পুড়ছে বরিশাল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

গত পাঁচদিনের অসহনীয় তাপদাহে পুড়ছে গোটা বরিশাল। আসি আসি করেও আসছে না কাক্সিখত বৃষ্টি। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে কোন ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

নগরবাসী বলছেন, এরকম একটানা অসহনীয় গরম আগে কখনো তারা অনুভব করেননি। অসহনীয় গরমে ঘরে মধ্যেও থাকা যাচ্ছেনা। ঘর থেকে বের হওয়াও যাচ্ছেনা। এ অবস্থায় তীব্র গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে।

আবহাওয়া অফিসের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বরিশালে চলছে একটানা তাপদাহ। এরমধ্যে গত পাঁচদিন থেকে অসহনীয় তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঝেমধ্যে আকাশে মেঘের আনাগোনা ও ঝড়ো বাতাস বয়ে গেলেও কাক্সিখত বৃষ্টির দেখা মিলছে না। ফলে একটানা প্রচন্ড গরমে জনজীবন প্রায় থমকে পরেছে।

সূত্রে আরও জানা গেছে, এপ্রিল ও মে মাসে স্বাভাবিকভাবেই তাপদাহ বেশী থাকে। আবার এসব মাসে কাল বৈশাখী ঝড়ও হয়। যে কারনে তাপমাত্রার একটা ভারসাম্য থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে এবার বরিশালে বৃষ্টি না হওয়ায় চরম তাপদাহ বয়ে যাচ্ছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, চলতি সপ্তাহের পাঁচদিনে বরিশালে তাপমাত্রা ৩৬ ডিগ্রীর নিচে নামেনি। এরমধ্যে বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এরআগে মঙ্গলবার ৩৬.৬ ডিগ্রী, সোমবার ৩৭ ডিগ্রী, রবিবার ৩৬.৮ ডিগ্রী এবং শনিবার ৩৬.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত ২৫ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৩৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। তিনি আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে বরিশালে কোনধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

 

 

#আপন_ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।