“শেখ হাসিনার উপহার “জামালপুরের মেলান্দহ ৮-নং ফুলকোচা ইউনিয়নে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে সকাল ১০-টায়–৮-নং ফুলকোচা ইউনিয়ন পরিষদে মানবিক সহায়তা কর্মসূচি ও ইউনিয়ন সহায়তার আওতায় মাক্স বিতরন এবং ভিজিএফ সুফল ভোগিদের মাঝে চালের পরিবর্তে নগদ জন প্রতি ৪৫০-টাকা করে প্রদান করা হয়। ফুলকোচা ইউনিয়নে ৩৫৫০-জন সুফল ভোগিদের মাঝে মাক্স নগদ টাকা বিতরনে উপস্তিত ছিলেন ফুলকোচা ইউনিয়ন চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবু, ইউনিয়ন সচিব আব্দুল হালিম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ মামুন, হাবিবুর রহমান, ইউনিয়ন সদস্য বৃন্দ। এ সময় ৩৫৫০ জনের মাঝে মাক্স ও নগদ (জন প্রতি) ৩৫০-টাকা করে প্রদান করাহয়।
#আপন_ইসলাম