জামালপুরের মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিনের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের যোগদান অনুষ্টান অনুষ্টিত হয়েছে। উক্ত বিদয়ি অনুষ্টানে ইন্জিনিয়ার কামরুজ্জামান চেয়ারম্যান উপজেলা পরিষদ এর সভাপতিত্বে। সকাল ১১-টায়,২০-মে মেলান্দহ মির্জা আজম অডিটরিয়ামে আরোও বক্তব্য রাখেন হাজী দিদার পাশা, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন,সহকারী কমিশনার (ভুমি) সিরাজুল ইসলাম,মোহাম্মাদ আলী জিন্নাহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখা,সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, উপজেলা প প কর্মকর্তা ডা:ফজলুল হক,উপজেলা ইংজিয়ার মাজেদুর রহমান,পৌর সচিব শরিফুল ইসলাম ভূঁইয়া, পিআইও আব্দুর রাজ্জাক, মো:শহিদুল্যাহ সকল রাজনীতি নেতৃ বৃন্দ সহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ। আদ্য ২০-মে সকাল ১১-টায় মির্জা আজম অডিটরিয়ামে। অনুষ্টান শেষে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা ক্রেষ্ট হাতে তুলেদেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে।
#আপন_ইসলাম