পাবনার আটঘরিয়ায় মর্জিনা খাতুন (৩০) নামে তিন সন্তানের জননী সাপের কামড়ে মারা গেছে বলে জানা গেছে। নিহত গৃহবধূ লক্ষীপুর ইউনিয়নের বাঐকোলা গ্রামের সাহেব আলির স্ত্রী। লক্ষীপুর ইউপি সদস্যা আছিয়া খাতুন জানান গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে খড়ির মাচা থেকে বস্তা সড়ানোর সময় তার হাতে কামড় দেয়। এসময় তাকে দ্রুত পাবনা হাসপালে নেয়ার পথে মারা যায়।
#আপন_ইসলাম