পাবনার আটঘরিয়ায় হ্যাপী টেকনোলজিস এর সৌজন্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১৯ মে বিকালে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত প্রীতি ফুটবল খেলায় অংশ গ্রহন করেন আটঘরিয়া পৌর সভার ৭নং ওয়ার্ডের বরুলিয় যুব সংঘের খেলায়ারবৃন্দ। একদিকে রয়েছে বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ।
অবিবাহিত ফুটবল একাদশ ৩-০ গোলে বিবাহিত ফুটবল একাদশকে পারাজিত করে চ্যাম্পিয়ান পুরস্কার জিতে নেন। এসময় উপস্থিত ছিলেন হ্যাপী টেকনোলজিস এর মহাব্যবস্থাপনা পরিচালক আবু সাইয়িদ। হ্যাপী টেকনোলজিস এর ম্যানেজার মনিরুজ্জামান তিলাম, বুলবুল হোসেন প্রমূখ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন ফরহাদ হোসেন।
#আপন_ইসলাম