শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে দায়িত্বরত পাঁচজন পুলিশ সদস্যকে বদলী করা হয়েছে। বদলীকৃতরা হলেন, উপ-পরিদর্শক নাজমুল হুদা, নায়েক মাসুম, কনষ্টবল মেহেদী, রুবেল ও মেহেদী হাসান।
মঙ্গলবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে জানা গেছে, সোমবার এক আদেশে ওই পাঁচজন পুলিশ সদস্যকে শাস্তিমূলকভাবে বদলী করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে হাসপাতালে পদায়ন করা হয়েছে উপ-পরিদর্শক মোঃ কুদ্দুসকে।
কয়েকটি সূত্রে জানা গেছে, উপ-পরিদর্শক নাজমুল হুদাসহ শেবাচিম হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা দালাল চক্র, এ্যাম্বুলেন্স সিন্ডিকেটসহ কয়েকটি চক্রের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। এ অভিযোগের ভিত্তিতে তাদেরকে শাস্তিমূলক বদলী করা হয়েছে। তবে, বদলীকৃত উপ-পরিদর্শক নাজমুল হুদা অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘদিন একইস্থানে চাকরি করার কোন সুযোগ নেই। তাই নিয়ম অনুযায়ী তাদের বদলী করা হয়েছে।
#আপন_ইসলাম