পাবনার ভাঙ্গুড়ায় স্বামীর পরকীয়া ও নির্যাতন সইতে না পেরে ৩ সন্তানের জননী রেখা খাতুন (৩৫) বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত রেখা খাতুন ভাঙ্গুড়া পৌরসভার উত্তর সারুটিয়া মহল্লার মৃত আলেপ প্রামানিকের ছেলে ও কমিশনার পদপ্রার্থী মোঃ হাসিনুর রহমানের স্ত্রী।
জানা যায়, প্রায় ১৫ বছর পূর্বে বগুড়া জেলার গাপতলী উপজেলার শেরপুর গ্রামের মোঃ লুৎফর রহমানের মেয়ে রেখা খাতুনের সাথে হাসিনুর রহমানের বিয়ে হয়। দুজনের সুখেই কাটছিল দিন। হঠাৎ হাসিনুর মোবাইল ফোনের মাধ্যমে জৈনক স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জরিয়ে পরে। স্ত্রীকে গোপন রেখে প্রায় এক বছর পরকীয়া চালিয়ে যায়। রেখা খাতুন টের পেয়ে স্বামীকে বাধা দিলে শুরু হয় শারীরিক ও মানুষিক নির্যাতন। রেখা এলাকায় অনেকের কাছে অভিযোগ করেও পতিকার পাইনি। হাসিনুর পরকীয়ায় উম্মাত পাগল হয়ে স্ত্রীকে মার পিটসহ বিভিন্ন নির্যাতন করে। সোমবার(১৭মে)বিকেলে হাসিনুর রেখাকে নির্যাতন করেন। স্বামীর পরকীয়া ও নির্যাতন সইতে না পেরে স্বামীর সামনেই বিষপান করেন রেখা। পরে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রেখাকে পাবনা সদর মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করেন। পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে রেখা খাতুন মারা যান।
রেখার স্বামী হাসিনুর বলেন, আমি রেখাকে ভালবেসে বিয়ে করেছি কিন্তু হঠাৎ এমন হবে কখনো ভাবিনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া ভাঙ্গুড়া থানার অফিসার ইনচাজ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
#আপন_ইসলাম